বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ১১:৫৫:৫৩

ডিবি পরিচয়ে বিএনপি নেতার ভাইকে তুলে নেয়ার অভিযোগ

ডিবি পরিচয়ে বিএনপি নেতার ভাইকে তুলে নেয়ার অভিযোগ

ঢাকা : গোয়েন্দা পুলিশের পরিচয়ে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমের ছোট ভাই এমএ মতিনকে তুলে নেয়ার অভিযোগ করেছেন তার পরিবার। মঙ্গলবার গভীর রাতে মধ্যে বাড্ডার লিংক রোডের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। মতিনের স্ত্রী দিলরুবা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাসায় ফিরছিলেন এমএ মতিন। বাড্ডা লিংক রোডের নিজ বাসার সামনে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওত পেতে থাকা সাদা পোশাকের কয়েকজন যুবক তার গতিরোধ করেন। এরপর কোন কিছু বুঝে উঠার আগেই তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়া হয়। এ ঘটনা দেখে আশপাশের বাসিন্দা ও মতিনের পরিবারের সদস্যরা এগিয়ে এলে ওই যুবকেরা নিজেদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্য বলে দাবি করেন এবং জিজ্ঞাসাবাদ শেষে মতিনকে ছেড়ে দেয়া বলে বলে জানান। এ ঘটনার পর মতিনের পরিবারের সদস্যরা বাড্ডা থানায় ছুটে যান। তবে এ ধরনের অভিযানের খবর থানা পুলিশের কাছে নেই বলে সেখান থেকে জানানো হয়। এরপর তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, মতিনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ কারণে তারা আইনের আশ্রয় নেননি। তবে বুধবার বিকাল পর্যন্ত মতিনকে আদালতে হাজির করা হয়নি। তিনি অভিযোগ বলেন, তার স্বামী কোন রাজনীতির সঙ্গে যুক্ত নন। গার্মেন্ট ব্যবসা করেন। কি কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টিও তাদের কাছে পরিষ্কার নয়। মতিনের বড় ভাই এমএ কাইয়ুম রাজনীতির সঙ্গে যুক্ত। ধারণা করা হচ্ছে, ওই কারণেই তাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মুনতাসিরুল ইসলাম জানান, ডিবি পরিচয়ে এমএ কাইয়ুমের ভাই মতিনকে তুলে নেয়ার বিষয়টি তার জানা নেই। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে