বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০৮:৪৪:১৯

সিম রাখার বিষয়ে আসছে সিদ্ধান্ত

সিম রাখার বিষয়ে আসছে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : একজন গ্রাহক সর্বোচ্চ কয়টি মোবাইল ফোনের সিম রাখতে পারবেন তা বেঁধে দেয়ার কথা ভাবছে সরকার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্প্রতি ডাক ও টেলিযোগযোগ বিভাগে একটি প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেঁধে দেয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে জানান, সিমের মালিকানায় শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। এদিকে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, অপারেটরদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত। ২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে