শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০২:১৮:১৮

লন্ডনে খালেদা জিয়ার সমাবেশের দিকে তাকিয়ে আছে আ.লীগ

লন্ডনে খালেদা জিয়ার সমাবেশের দিকে তাকিয়ে আছে আ.লীগ

নিউজ ডেস্ক : চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২৭ বা ২৮ অক্টোবর এ সমাবেশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রায় এক মাসের বেশি সময় ধরে চিকিৎসা ও পারিবারিক সময় কাটাতে লন্ডনে রয়েছেন তিনি। এই সময়ের মধ্যে দেশে ঘটেছে বেশকিছু উল্লেখযোগ্য ঘটনা, তাই নানাবিধ কারণেই খালেদা জিয়ার লন্ডনের বক্তব্যের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে দেশি রাজনীতিতে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, খালেদা জিয়ার লন্ডনের সমাবেশ নিয়ে তারা চিন্তিত নন। আগে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য শুনতে চান তারা। তারপর তাদের প্রতিক্রিয়া জানাবেন। খালেদা জিয়া লন্ডন থাকাকালে দেশে দুই বিদেশি নাগরিক খুন হন। ওই দুই হত্যাকাণ্ডে সরকারি দলের শীর্ষ পর্যায় থেকে অভিযোগ করা হয়েছে, দেশকে অস্থিতিশীল করতেই বিদেশে বসে দেশের অভ্যন্তরে বিদেশি হত্যা করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সম্প্রতি অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন সংশোধনের মাধ্যমে দলীয় প্রতীকে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। দলীয় প্রতীক নিয়ে বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার লন্ডনের বক্তব্যের মধ্যে এ বিষয়ে স্পষ্ট ধারণা আসতে পারে। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার লন্ডনের সমাবেশের বক্তব্য নিয়ে আগ্রহ রয়েছে তাদের। তবে প্রকাশ্যে তারা বিষয়টিকে পাত্তা দিতে চাচ্ছেন না। খালেদা জিয়া লন্ডনে বসে কী বললেন, না বললেন তাতে বাংলাদেশের রাজনীতিতে তেমন কিছু আসে-যায় না। তবে লন্ডন প্রতিনিধিকে জানিয়েছেন, খালেদা জিয়ার সমাবেশের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে স্থানীয় আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রেখেছে খালেদা জিয়ার সভা-সমাবেশের বিপরীতে পাল্টা প্রতিবাদ সমাবেশ করবে তারা। এ কারণে সমাবেশের বিষয়ে এখন পর্যন্ত গোপনীয়তা বজায় রাখতে চাচ্ছে যুক্তরাজ্য বিএনপি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই প্রতিবেদককে বৃহস্পতিবার বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে যা খুশি তাই করুন, আমাদের কোনো মাথাব্যথা নেই। একই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ প্রতিবেদককে বলেন, খালেদা জিয়ার সমাবেশ বা জনসভা নিয়ে খুব মাথাব্যথা নেই আওয়ামী লীগের। আমরা আগে খালেদা জিয়ার বক্তব্য শুনতে চাই। তারপর আমাদের দলীয় অবস্থান ব্যাখা করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, খালেদা জিয়া তার বক্তব্যে আন্দোলন বা ওই ধরনের কোনো কর্মসূচি হয়তো ঘোষণা করবেন না। তিনি নেতাকর্মীদের দল গোছানোর কথা বলবেন, সরকারের সমালোচনামূলক বক্তব্য রাখবেন। এছাড়া তিনি হয়তো সহসা নির্বাচনের কথাও বলতে পারেন। ওই নেতা আরও বলেন, খালেদা জিয়া গত কয়েক বছরে একাধিকবার এ ধরনের বক্তব্য রেখেছেন। তাই আমরা খুব বেশি উৎকণ্ঠিত নই তার লন্ডনের বক্তব্যের বিষয়ে।-আমাদেরসময় ২৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে