নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিচার না পাবার কষ্ট বঙ্গবন্ধু পরিবার বুঝে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বিচারের পথ বন্ধ করে রাখা হয়েছিল। আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় আইনত সহায়তা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, কোনো মানুষ যেনো আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন। অসহায়-অভাবী মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে সরকার। কোনো মানুষই অভাবের কারণে আইনি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না। টাকার অভাবে গরীব মানুষ আইনি সহায়তা পাবে না, তা হতে পারে না।
তিনি বলেন জনগণের সব ধরনের সহায়তা করাই জনপ্রতিনিধিদের কাজ। তারা এ বিষয়ে সচেতন থাকবেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের ৩টি বিভাগ কেউ কাউকে দোষারোপ করলে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না। সবাইকে সমঝোতা করে চলতে হবে।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর