শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০২:৩৩:৪১

এবার আব্বাস-সোহেল গ্রুপের মধ্যে মারামারি

এবার আব্বাস-সোহেল গ্রুপের মধ্যে মারামারি

ঢাকা : এবার ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। অনুষ্ঠান চলাকালে পল্টন থানার এক যুগ্ম-সাধারণ সম্পাদকের সঙ্গে একই থানার সভাপতি শাহাদাৎ হোসেন তুহিনের সাংগঠনিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তুহিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অনুসারী বলে পরিচিত। ওদিকে এই যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেলের অনুসারী। এক পর্যায়ে তুহিন ওই যুগ্ম-সাধারণ সম্পাদককে বলেন- সোহেলকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করার কি আছে? আন্দোলন সংগ্রামে তার কি ভূমিকা রয়েছে? এরপরই পল্টন থানার সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে অবশ্য উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় তেমন কেউ গুরুতর আহত হয়নি। এ সম্পর্কে পরে প্রতিবাদ সমাবেশের বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আপনাদের মধ্যে বিবেদ থাকলে ফ্যাসিস্ট সরকারকে কিভাবে মোকাবিলা করবেন? আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।’ ২৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে