শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৩:৩০:০৭

আওয়ামী লীগেই জঙ্গি আছে : হান্নান শাহ

 আওয়ামী লীগেই জঙ্গি আছে : হান্নান শাহ

ঢাকা : আওয়ামী লীগে জঙ্গি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। এ সময় দলীয় জঙ্গিদের গ্রেফতার করে বিদেশিদের কাছে বলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে বর্তমান সরকারের অব্যাহত ষড়যন্ত্র এবং গণমাধ্যমের ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ বলেন, ‘সরকারের সস্তা বক্তব্য হলো জঙ্গি। আমাদের দেশে জঙ্গি শব্দটা খারাপ অর্থে ব্যবহার হয়। পাশের দেশে জঙ্গি অর্থ আতঙ্কবাজি, যারা আতঙ্ক ছড়ায়। ইংরেজিতে আমরা টেরোরিস্ট বলি। বাংলাদেশের মানুষ সরকারের একটি নিরাপত্তা বাহিনীকে ভয় পায়। তারা আতঙ্কবাজ কি না, জঙ্গি কিনা, সন্ত্রাসী কি না এটা আমি বলতে পারব না। মিডিয়ার বন্ধুরা নারায়ণগঞ্জে ৭ হত্যাকাণ্ডের যে বিষয়টি তুলে ধরেছে এটাই জঙ্গিবাদী। সুতরাং সরকারে একটি নিরাপত্তা বাহিনী জড়িত সন্ত্রাসী কাজে।’ গাইবান্ধার এক সংসদ সদস্যের গুলিতে শিশু আহত হওয়ার ঘটনাও জঙ্গিবাদী বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। হান্নান শাহ বলেন, ‘দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করছে। সরকারের এমপি, মন্ত্রীরা কত শান্তশিষ্ট লেজবিশিষ্ট তা সবাই জানে। এক এমপি শিশুদের গুলি করেছে। আরেক এমপির গাড়িতে লাশ পাওয়া গেছে। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে জনগণকে ভয় দেখান। এটা শুধু গফরগাঁওয়ে নয় সারা দেশে একই চিত্র। ক্ষমতাসীনরা ক্ষমতার দম্ভে ধরাকে সরা জ্ঞান করছেন।’ প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জঙ্গি জঙ্গি করেন, আওয়ামী লীগের মধ্যে যেসব জঙ্গি আছে তাদের ধরে ফেলেন। তারপরে বিদেশিদের বলেন আমরা জঙ্গি ধরে ফেলেছি। উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না।’ আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। ২৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে