শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৪:২৪:০২

খালেদা জিয়ার আহবান

  খালেদা জিয়ার আহবান

নিউজ ডেস্ক : অন্যায়, অবিচার ও অনাচারের অভিযোগ করে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহররম উপলক্ষে গণমাধ্যমে পাঠানো শুক্রবার দুপুরে এক বাণীতে এ আহবান জানান তিনি। বাণীতে খালেদা জিয়া বলেন, দেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গেছে। জবরদখলকারী ক্ষমতাসীন সরকারদলীয় লোকজন জনগণের ওপর সীমাহীন জুলুম চালাচ্ছে। জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সব অধিকার কেড়ে নেয়া হয়েছে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে; স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অন্যায়, অবিচার, ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। মহানবী (সা.)ও অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। আমরা তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য, গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর অনাচার আর অবৈধ ক্ষমতার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। খালেদা জিয়া বলেন, ১০ মহররম সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় একটি দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিল এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এদিনে শাহাদাতবরণ করেন। কারবালা প্রান্তরে সেই হৃদয়বিদারক ঘটনা আজো মানুষকে কাঁদায়। সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। শহীদ হযরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন বেগমজিয়া। অপর এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ স্মৃতি ১০ মহররম আমাদের গভীর দুঃখ-ভারাক্রান্ত ও বেদনার্ত করে তোলে। জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে এদিনে তিনি জালিমের হাতে শহীদ হন। তিনি বলেন, আজকের এদিনে আমি হযরত ইমাম হোসেন (রা.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করছি। ২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে