শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৬:২৫:৩৪

‘ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বিএনপি’

 ‘ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বিএনপি’

ঢাকা : পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বিএনপি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে খ্যাত এমাজউদ্দীন আহমেদ এ কথা বলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এ আলোচনা সভার আয়োজন করে। এমাজউদ্দীন আহমেদ বলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। আমরা ফাঁকা মাঠে গোল দিতে দেব না। কিন্তু নির্বাচনের নামে যদি দুই ডিসিসি নির্বাচনের মত কারচুপি করা হয় তবে এবারের প্রতিক্রিয়া শুধু দেশেই নয় বিদেশেও ছড়িয়ে পড়বে, যা সামলানোর ক্ষমতা নেই সরকারের। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার অর্থই হলো অত্যন্ত চালাকি ও ধূর্ততার সঙ্গে কীভাবে জোর করে ভোট ছিনিয়ে নেয়া যায় তার অপকৌশল। ফ্যাসিবাদ, নাৎসিবাদ এগুলো অস্থায়ী। এরা কখনই স্থায়ী হতে পারে না। গুম, খুন, অপহরণ করে সরকার যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত আজ হোক বা কাল হোক করতেই হবে বলে মন্তব্য করেন তিনি। এমাজউদ্দীন বলেন, এই নির্বাচন কমিশনের প্রসঙ্গে কথা ‍বলতেই আমার লজ্জা হয়। নির্বাচন কমিশনাররা তো অনেক প্রবীণ, তাদের তো চাওয়া-পাওয়ার কিছু নেই। কিন্তু সরকারের প্রতি তাদের দাস মনোবৃত্তি কেন? আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এতে সভাপতিত্ব করেন। স্মরণসভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির চেয়ারপারসনের ‍উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সেচ্চাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। ২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে