শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০২:১১:৫২

এএসআই ইব্রাহিম হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

এএসআই ইব্রাহিম হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা: রাজধানীর গাবতলী এলাকায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম হত্যার ঘটনায় অন্য পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা ছিল কি না তা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম ও অপারেশন) শেখ মারুফ হাসান। অন্য সদস্যরা হলেন-ডিবি ডিসি (পশ্চিম) সাজ্জাদুর রহমান ও মিরপুর বিভাগের ডিসি কাইয়ুমুজ্জামান। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গাবতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। বিদেশি নাগরিক হত্যা ও দুর্গাপূজায় রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যেই পুলিশকে হত্যা করা হলো। ইব্রাহিমের মৃত্যুর খবর শুনে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। ২৪ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে