বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০৯:০৬:৪৬

সহজে সবার আগে এসএসসির ফলাফল দেখবেন যেভাবে

সহজে সবার আগে এসএসসির ফলাফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক: আজ ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গত ২ মার্চ শেষ হয়েছিল এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। সে হিসেবে এবার দুই মাসেই ফল প্রকাশ করা হচ্ছে।

সবার আগে ফলাফল দেখবেন যেভাবে:

নিউজ ডেস্ক: মোবাইলে ফলাফল জানতে: যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। মোবাইল থেকে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আরও সহজে:
এসএমএস এ ফলাফল পেতে ‍SSC < স্পেস > বোর্ডের Name এর প্রথম তিন অক্ষর < স্পেস >
রোল নম্বর < স্পেস > পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2017 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

ওয়েবসাইট থেকে ফলাফল জানতে : ইটারনেটে এস এসসির ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।

গত ফেব্রুয়ারির ২ তারিখে শুরু হয়েছিল এসএসসি পরীক্ষা। এরপর এক মাস ধরে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত চলেছে।
এবারে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন ও এসএসসি ভোকেশনালের (কারিগরি) অধীনে ১ লাখ ৪ হাজার ২১২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে