বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ১২:১৫:১৩

একটু পরেই এসএসসির ফল প্রকাশ, সবার আগে ফলাফল দেখবেন যেভাবে

একটু পরেই এসএসসির ফল প্রকাশ, সবার আগে ফলাফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক: এসএসসির ফলাফল প্রকাশ! গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। এবার পাসের হার ৮০.৩৫ শতাংশ। ২০১৬ সালে পাসের হার ছিল ৮৮.২৩ শতাংশ।

সবার আগে ফলাফল জানবেন যেভাবে:

মোবাইলে ফলাফল জানতে: যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। মোবাইল থেকে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আরও সহজে:
 এসএমএস এ ফলাফল পেতে ‍SSC < স্পেস > বোর্ডের Name এর প্রথম তিন অক্ষর < স্পেস >
রোল নম্বর < স্পেস > পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2017 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

ওয়েবসাইট থেকে ফলাফল জানতে :  ইটারনেটে এস এসসির ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd  থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো  www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে