শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৯:৪১:২৯

ফের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ফের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ফরিদপুর : ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী হাবিব (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযানে থাকা সৈকত নামে গোয়েন্দা পুলিশ-ডিবির এক কর্মকর্তা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে দাবি করেছে। শুক্রবার গভীর রাতে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হাবিব পূর্ব খাবাসপুর এলকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল খালেক মিয়া। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, হাবিব ও তার লোকজন ডাকতির প্রস্তুতি নিচ্ছেন; এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশের একটি দল তাকে আটক করতে ওই স্থানে গেলে পুলিশের ওপর হামলা চালায় হাবির ও তার সহযোগিরা। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত হোসেন নামে ডিবি পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিব ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজিসহ ৯টি মামলার সাজাপ্রাপ্ত আসামি। আহত ডিবি পুলিশ সদস্য সৈকত ফরিদপুর আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে