শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ১২:২৬:০৪

বান্দরবানে অপহৃত সেই তিন ব্যক্তি মুক্ত

বান্দরবানে অপহৃত সেই তিন ব্যক্তি মুক্ত

বান্দরবান : বান্দরবানে ইউপি সদস্যসহ অপহৃত সেই তিনজন মুক্ত হয়েছেন। কক্সবাজারের ঈদগড় থেকে শুক্রবার ভোরে অপহৃত নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের সাবেক সদস্যসহ তিনজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে বাইশারী-ঈদগড় সড়কের বমুবিলছড়ি এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, অপহৃত বাইশারী ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু তৈয়ব, ব্যবসায়ী আবু বক্কর ও চকরিয়ার বাসিন্দা শাহ আলমকে ভোরে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযানের মুখে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অপহৃত তৈয়বের স্ত্রী বাইশারী মহিলা ইউপি মেম্বার আয়েশা ছিদ্দিকা বলেন, ‘দুর্বৃত্তরা ছেড়ে দেওয়ার পর ভোরে অপহৃতরা বাড়ি ফিরে আসে।’ মুক্তিপণের বিষয়ে জিজ্ঞাসা করলে বিষয়টি তিনি এড়িয়ে যান। আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, শুক্রবার ভোরে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে চট্টগ্রাম থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে যাচ্ছিলেন। পথে রামুর ঈদগড় ইউনিয়নের পানিরছড়ার ঢালা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণকারীরা রোগী ও চালককে অ্যাম্বুলেন্সে রেখে ওই ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, অপহৃতদের মুক্তিপণ বাবদ ৮ লাখ টাকা দাবি করা হয়। পরে এক লাখ টাকা মুক্তিপণ পেয়ে অপহৃতদের ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে