শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০২:১১:৩২

আন্দোলনে ব্যর্থ হয়ে বোমা হামলার ‘ফর্মুলা’: কামরুল

 আন্দোলনে ব্যর্থ হয়ে বোমা হামলার ‘ফর্মুলা’: কামরুল

ঢাকা : মধ্যরাতে বোমা হামলা স্থল নাজিম উদ্দিন রোডের হোসাইনী দালান চত্বর পরিদর্শন করে খাদ্যমন্ত্রী কামরুল সাংবাদিকদের বলেন, দুই বিদেশি হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা এবং শিয়াদের তাজিয়া মিছিলে বোমা মেরে হত্যায় একই গোষ্ঠী জড়িত। “যারা আন্দোলনে ব্যর্থ, তারা নব ফর্মুলায় এটা করছে।” তারা কারা- প্রশ্ন করা হলে কামরুল বলেন, “স্পষ্ট করেই বলি- জামায়াত, শিবির, বিএনপি।” এর আগে ঘটনাস্থল পরিদর্শনের পর ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা হয়েছে। শিয়া সম্প্রদায়ের উপর হামলার সঙ্গে দুদিন আগে গাবতলীতে এএসআই খুনের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। উল্লেখ্যদুই বিদেশি হত্যাকাণ্ডের পর দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্যে শিয়া সম্প্রদায়ের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে শনিবার ভোররাতে। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে