শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০২:১৩:২৬

‘আমি আতঙ্কিত’

‘আমি আতঙ্কিত’

ঢাকা : রাজধানীর পুরান ঢাকার হোসেইনী দালান এলাকায় শিয়া সম্প্রাদায়ের ওপর বোমা হামলার মতো সহিংস ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন এক টুইটার বার্তায় এ কথা বলেন। গিবসন বলেন, ‘শিয়া সম্প্রদায়ের সমাবেশে এ হামলায় আমি আতঙ্কিত। এ ধরনের ঘটনা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হোসেইনী দালান এলাকায় গভীর রাতে বোমা হামলায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম সাজ্জাদ হোসেন। আহত হয়েছেন ১০০ জনের বেশি। এদের মধ্যে ৫৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৭ জন মিটফোর্ড হাসপাতালে ও ১৬ জন মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসেইনী দালানে আসেন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। এদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ভুক্ত। ইমাম হোসাইনের (রা.) শহীদ হওয়ার দিনকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ১টা থেকে হোসেইনী দালানের মূল ফটকে একটি তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কারো কারো মতে, পরপর ১০-১৫টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। আশপাশের বাসিন্দারা যে যেভাবে পারেন মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, লেগুনায় করে আহতদের ঢাকা মেডিকেল, মিটফোর্ড হাসপাতাল ও আশপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে