শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:২৭:৫৮

এসব কীসের আলামত : মাহবুবুর রহমান

এসব কীসের আলামত : মাহবুবুর রহমান

ঢাকা : বিদেশি হত্যা ও শিয়াদের মিছিলে বোমা হামলার ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেছেন, এ ঘটনায় একজন নিহতসহ অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে। মাহবুবুর রহমান বলেন, দু’জন বিদেশি হত্যা হলো, আজো এর কোনো সুরাহা হলো না। এরই মধ্যে আবার শিয়াদের মিছিলে বোমা হামলা। এসব ঘটনায় আমরা হতবাক। এসব কীসের আলামত। এমন ঘটনাতো বাংলাদেশে এর আগে ঘটেনি। তিনি বলেন, পার্লামেন্টে গণতন্ত্র নেই। পৃথিবীর কোথাও বিরোধীদলবিহীন সংসদ এমনিভাবে চলতে পারে না। সঙ্কট উত্তরণে সরকারকে আন্দোলনের মাধ্যমে জতীয় ঐক্য গড়তে বাধ্য করতে হবে। আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসনে প্রমুখ। ২৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে