শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৬:০০:৫৬

বোমা হামলার বিষয়ে যা বললেন হাজী সেলিম

বোমা হামলার বিষয়ে যা বললেন হাজী সেলিম

ঢাকা : দেশকে অস্থিতিশীল করতেই স্বাধীনতাবিরোধীরা শিয়া সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম। পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা চালায় তারা। হামলার পরপরই রাত সোয়া ৩টার দিকে বিস্ফোরণস্থল পরিদর্শনে এসে হাজী সেলিম সাংবাদিকদের এসব কথা বলেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে শিয়া সমাবেশের প্রস্তুতিকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত ও প্রায় শতাধিক আহত হয়। হাজী সেলিম বলেন, প্রতিবছর শিয়া সম্প্রদায়ের লোকজন আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করে থাকে। কিন্তু কোনো বছরেও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেনি। এবার কেন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল বুঝতে হবে। দেশকে অস্থিতিশীল করতেই এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, যারা সবসময় চায় দেশ যেন শান্তিতে না থাকে, তারাই এ ধরনের হামলা চালায়। ২৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে