শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৬:৪৪:৪২

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সতর্কতা

 যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সতর্কতা

নিউজ ডেস্ক : বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে হামলার ঘটনায় নিজ নিজ দেশের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। শনিবার দুপুরে দেশ দুইটি পৃথক পৃথক বার্তায় বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতার সাথে চলাচল করতে বলেছে। যুক্তরাজ্য সরকারের হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়, ঢাকায় শিয়াদের জমায়েতে বোমা হামলার ঘটনা ঘটেছে। যে কারণে আগে চলাচলের ওপর যে পরামর্শ দেয়া দেয়া হয়েছিল তা বজায় থাকবে। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। পশ্চিমাদের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া সরকারের জারি করা সতর্কতায় বলা হয়, শিয়াদের ওপর যে বোমা হামলা হয়েছে তাতে একজন নিহত ও বহু আহত হয়েছে। অস্ট্রেলিয়া সরকার তার নাগরিকদের এ সময়ে শুধুমাত্র গাড়িতে করে চলাচলের পরামর্শ দিয়েছে। একইসঙ্গে জনাকীর্ণ স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। দেশটির সতর্কতার মাত্রায় কোনো পরিবর্তন নেই। এর আগে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার ও জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সতর্কতা জারি করেছিল। ২৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে