শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৬:৫৮:৪২

বিবিসির খবর, তাজিয়া মিছিলে বোমা হামলার দায় স্বীকার

বিবিসির খবর, তাজিয়া মিছিলে বোমা হামলার দায় স্বীকার

নিউজ ডেস্ক : বাংলাদেশে ঢাকায় আশুরা উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বলে খবর দিয়েছে সাইট নামে একটি ওয়েবভিত্তিক নজরদারি প্রতিষ্ঠান। রয়টার্স সংবাদ সংস্থা জানাচ্ছে ইসলামী জ্ঙ্গী কার্যকলাপের ওপর নজরদারি চালানো ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান 'সাইট' ইসলামি স্টেটকে উদ্ধৃত করে বলেছে ''বাংলাদেশ খেলাফতের যোদ্ধারা'' ঢাকায় তাদের ভাষায় ''বহু-ঈশ্বরবাদী আচার'' পালনের সময় বিস্ফোরক হামলা চালিয়েছে। বোমা হামলায় ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রায় ৫০ জনের মত মানুষের আহত হওয়ার কথা বলা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আরও বেশি মানুষ আহত হওয়ার খবর দেওয়া হয়েছে। ঢাকার হোসেনী দালান চত্বরে শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে এই হামলা ঘটে। বাংলাদেশে এই প্রথম তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা ঘটলো। পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করা জন্যে একটি ষড়যন্ত্র চলছে, তারই অংশ হিসেবে এই হামলা হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন যে এটি একটি "সন্ত্রাসী কাজ" এবং তিনি বলেন এই ঘটনার জন্যে দায়ীদের ছাড়া যাবে না।-বিবিসি বাংলা। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে