শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৭:১৯:৩৩

‘চক্রটি একসময় মন্ত্রীদের ওপরও খবরদারি করার চেষ্টা করবে’

‘চক্রটি একসময় মন্ত্রীদের ওপরও খবরদারি করার চেষ্টা করবে’

ঢাকা : উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিল এবং বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি জানিয়েছে সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত বিসিএস সমন্বয় কমিটি-প্রকৃচি। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন। সারাদেশে থেকে হাজার হাজার বিসিএস কর্মকর্তা রাজধানীতে মহাসমাবেশে সমবেত হন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রকৃচি’র মহাসমাবেশ থেকে অভিযোগ করা হয়, প্রশাসনের একটি মহল সরকারের অগ্রযাত্রা রুখতে পেশাজীবী ও সরকারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। বিসিএস কর্মকর্তারা বলেন, ইউএনও’র স্বাক্ষরে উপজেলা পর্যারের ১৬টি দপ্তর প্রধানের বেতনাদি উত্তোলনের নিয়ম করা হয়েছে, যা প্রজাতন্ত্রের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের লঙ্ঘন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড রুখতে প্রশাসনের ভেতরেই একটি চক্র কাজ করছে। একসময় প্রশাসনের ওই চক্রটি মন্ত্রীদের ওপরও খবরদারি করার চেষ্টা করবে। সমাবেশে বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুর্নবহাল এবং ইউএনও’র কর্তৃত্ব বাতিলে ২৮ অক্টোবর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়। দাবি আদায় না হলে ৮ নভেম্বরের পর ‘কঠোর’ কর্মসূূচি দেয়ার ঘোষণা দেয়া দেন তারা। ২৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে