রবিবার, ১৪ মে, ২০১৭, ০৬:১২:১৩

সাঈদীর ফাঁসি হওয়া উচিত ছিল : অ্যাটর্নি জেনারেল

সাঈদীর ফাঁসি হওয়া উচিত ছিল : অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ড পাওয়া উচিত ছিল বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। সাঈদীর ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের এবং খালাস চেয়ে আসামির রিভিউ আবেদনের শুনানি শুরুর পর সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

রোববার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ পাঁচ সদস্যের বেঞ্চে এই রিভিউ শুনানি শুরু হয়। আদালতের বাইরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সাঈদীর সাজার বিরুদ্ধে আসামিপক্ষ একটি রিভিউ পিটিশন করেছে এই বলে যে, মুক্তিযুদ্ধের সময় দেলাওয়ার হোসাইন সাঈদী নাকি পিরোজপুরের পাড়েরহাটেই ছিল না। ওয়াজের জন্য ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে ছিল। কিন্তু তার এই বক্তব্য আদালত ভালোভাবে নেয় নাই।

অ্যাটর্নি জেনারেল বলেন, অন্য দুটি চার্জে যেখানে আমৃত্যু কারাবাসের আদেশ দিয়েছে, সেখানেও তার (সাঈদীর আইনজীবী) মতে নানা বিষয় বিবেচনা না করে সাঈদীকে সাজা দেওয়া হয়েছে। আর রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা রিভিউ আবেদন করেছি যেহেতু আসামি দুটি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

মাহবুবে আলম বলেন, ইব্রাহীম কুট্টি ও বিসাবালী হত্যায় সাঈদী সরাসরি জড়িত। কিন্তু আদালত অবজারভশন দিয়েছে, সাঈদী বিসাবালী হত্যায় সরাসরি জড়িত নয়, হুকুমদাতা। আমাদের কথা সে যদি হত্যাকাণ্ডে জড়িত থাকে, সেটা যেভাবেই হোক, প্ররোচনাকারীই হোক আর সরাসরি হোক সে অপরাধী। সুতরাং তাকে ফাঁসি দেওয়াটাই উচিত ছিল।
১৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে