রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ১০:০৪:২৪

তদন্তের আগে কাউকে জড়াতে চান না গওহর রিজভী

তদন্তের আগে কাউকে জড়াতে চান না গওহর রিজভী

ঢাকা : হোসেনী দালানে বোমা হামলার ঘটনায় তদন্তের আগে কাউকে জড়িত বলতে চান না শিয়া সম্প্রদায়ের সদস্য ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। যদিও এরই মধ্যে সরকারের একজন মন্ত্রী ও পুলিশ প্রধান হোসেনী দালানের হামলার সঙ্গে দুই প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতকে জড়িয়ে বক্তব্য দিয়েছন। কিন্তু গওহর রিজভীর পষ্ট কথা, “এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন।” এমনকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেনী দালানে হামলার ঘটনা ও এএসআই ইব্রাহিম হত্যার যোগসূত্রও নাকচ করে দিয়েছেন। তিনি পষ্ট করে বলেছেন, “সব ঘটনাকে একই সূত্রে গাঁথা বলা উচিত হবে না।” হোসনী দালানে বোমা হামলায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে গওহর রিজভী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড। এই ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে