রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৪:০১:৫২

‘ঘরে ঘরে মারামারির নির্বাচন’

 ‘ঘরে ঘরে মারামারির নির্বাচন’

ঢাকা : ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হলে ঘরে ঘরে মারামারি হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বাড়ির মধ্যে ক্যান্ডিডেট থাকে দুজন, তিনজন করে। ভাইয়ে ভাইয়ে নির্বাচন হয়, বাপ-বেটায় নির্বাচন হয়। এটা নিয়ে নানা ধরনের ঝামেলা হয়। এ নির্বাচন যদি দলীয় প্রতীকে হয়, তাহলে ঘরে ঘরে মারামারি হবে। প্রথমেই হবে মনোনয়ন নিয়ে। রোববার জাতীয় প্রেসক্লাবে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় নির্বাচন পরিচালনা খুব কঠিন কাজ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দলীয়ভাবে এ নির্বাচন করার কোনো যৌক্তিকতা নেই দাবি করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৫ জানুয়ারির পর যেটুকু নির্বাচনী গণতন্ত্র টিকে আছে, দলীয়ভাবে এ নির্বাচন হলে দেশের নির্বাচনী ব্যবস্থার কবর রচিত হবে। দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ১৫৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত করে সরকার যে বিশ্বরেকর্ড করেছে তার কাছে জনগণ আর প্রতারিত হতে চায় না। বদিউল আলম মজুমদার বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হলে আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হব। কারণ সরকারদলীয় প্রার্থী ছাড়া বিরোধী দলের খুব কম সংখ্যক লোক নির্বাচনে অংশ নিলেও তারা কোনো প্রচার প্রচারণা করতে পারবে না। দলীয় প্রতীকে নির্বাচনের এ হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়েও প্রতিবাদ করার সিদ্ধান্ত জানান বদিউল আলম। আয়োজক সংগঠনের মহাসচিব শামীম আল রোববের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ মো. জাহঙ্গীর হোসেন, উন্নয়ন কর্মী রঞ্জন বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলরগণ। ২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে