নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় মোরা নামটি থাইল্যান্ডের দেয়া। এর অর্থ ‘স্টার অব দ্য সি’ বা সাগরের তারা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, থাইল্যান্ডের কাছ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতে এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘মোরা’।
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়ে থাকে। এই জন্য কখন কোথায় কোন ঝড় হয়, তা নিয়ে বিভ্রান্তি এড়াতে বিশেষজ্ঞরা ঝড়ের আগাম নামকরণ করেন। চলতি বছরের জানুয়ারি মাসে থাইল্যান্ডে এসকাপ ও ডব্লিউএমওর ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ প্যানেলের বৈঠকে ছয়টি ঘূর্ণিঝড়ের নাম আগাম ঠিক করে রাখা হয়।
প্রথম ঘূর্ণিঝড়টি গত ১৭ই এপ্রিলে ভারত উপকূলে দুর্বল অবস্থায় আঘাত হানে। এরপরের ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছিল মোরা। পর্যায়ক্রমে যে ঘূর্ণিঝড়গুলো আসবে, এগুলোর নাম হবে যথাক্রমে ওচি, সাগর, ম্যাকুনু ও ডায়ে।
উল্লেখ্য, সাধারণত আঞ্চলিক পর্যায়ের নিয়ম অনুসরণ করে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়। পূর্বনির্ধারিত নামের তালিকা থেকে একেকটি ঝড়ের নাম দেয়া হয়। ১৯৪৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঝড়ের নামকরণ শুরু হয়।
১৯৯৯ সালে ওড়িশায় ঘূর্ণিঝড়ের পর ২০০০ সালে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) ও এসকাপ তাদের বৈঠকে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরুর বিষয়ে একমত হয়। ২০০৪ সালে প্রথম ‘অনিল’ ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।
৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি