সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৭:৫৮:০১

স্বামী হারানোর শোক মানতে পারছেন না কাকলি

 স্বামী হারানোর শোক মানতে পারছেন না কাকলি

ঢাকা : এ শোক মেনে নেবে কী করে! সারা রাত স্বামী-স্ত্রী পাশাপাশি আসনে বসে গাইবান্ধা থেকে ঢাকা এলেন। বাস থেকে নেমে রিকশা চেপে বাসায় ফিরবেন।কিন্তু প্রাইভেটকারে আসা ছিনতাইকারীরা মুহূর্তের সব উলটপালট করে দিল। বাসার পরিবর্তে স্বামীটির জায়গা হয়েছে মর্গে। স্ত্রী বিলাপ করছেন মর্গের বাইরে। এমন নির্মমতা কোন মতেই যেন কাকলি মেনে নিতে পারছেন না। হিন্দু দম্পতি অনন্ত অনিক বিশ্বাস (২৮) ও কাকলি বিশ্বাস (২৪), তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তারা মিরপুরের শ্যাওড়াপাড়ায় থাকতেন। কাকলি বিশ্বাস জানান, রোববার সকালে গাইবান্ধার একটি বাস থেকে কুড়িল বিশ্বরোডে নামেন তারা। নেমে দুজন রিকশায় উঠলে প্রাইভেটকারে করে আসা একদল ছিনতাইকারী তার স্বামীর মাথায় বাড়ি দেয়। এসময় ছিনতাইকারীরা গলা থেকে চেইন নিয়ে তার স্বামীকে চাপা দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানার এসআই শহীদুর রহমান জানান, দেশের বাড়ি গাইবান্ধা থেকে ফিরে ভোর পৌনে ৬টার দিকে অনন্ত ও তার স্ত্রী কাকলী বাস থেকে নামেন। এ সময় প্রাইভেটকারে থাকা একদল ছিনতাইকারী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ছিনতাইকারীরা কাকলীর কাছে মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অনন্ত বাধা দেন। একপর্যায়ে তারা অনন্তকে ছুরিকাঘাত করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে তিনি মারা যান। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে