সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৮:২৮:০০

মুজাহিদের মৃত্যুদণ্ড প্রত্যাহারের আহ্বান

মুজাহিদের মৃত্যুদণ্ড প্রত্যাহারের আহ্বান

নিউজ ডেস্ক : এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডের রায় আপিল বিভাগ বহাল রাখায় উদ্বেগ জানিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের চেয়ারম্যান জিন ল্যাম্বার্ট। তিনি ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুযায়ী রিভিউ আবেদনে মুজাহিদের বর্তমান দন্ড বিবেচনায় নিয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড দেয়ার আহ্বান জানান। গত ২৩ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহানের কাছে পাঠানো এক জরুরী বার্তায় তিনি এ উদ্বেগের কথা জানান। চিঠিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদন্ডের সম্পূর্ণ বিরোধী। তিনি বলেন, আমি এই বিশেষ মামলা নিয়ে উদ্বেগ জানাচ্ছি কারণ আমরা জানতে পেরেছি এই মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা না-ও হতে পারে এবং যেটা আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের বেশকিছু মানদন্ডের বিপরীত। আপিল বিভাগে মুজাহিদের আইনজীবীদের পক্ষ থেকে দায়ের করার রিভিউ আবেদনের বিষয়টি তার গোচরে রয়েছে বলেও চিঠিতে জানানো হয়। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে