মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০৯:০৭:১২

দেশের দুঃসময়ে প্রবাসী বাংলাদেশিরা সবসময় এগিয়ে এসেছে : প্রধানমন্ত্রী

দেশের দুঃসময়ে প্রবাসী বাংলাদেশিরা সবসময় এগিয়ে এসেছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের দুঃসময়ে প্রবাসী বাংলাদেশিরা সবসময় এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার ভিয়েনায় আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান যখন ছয় দফা দিলেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে হত্যার চেষ্টা করা হয়েছিল তখনও প্রবাসী বাংলাদেশিরা রুখে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান রয়েছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমার নিজের অভিজ্ঞতা আছে- আমাকে যখন ইমারজেন্সি দিয়ে ২০০৭ সালে আমাকে দেশে ফিরতে দেবে না। আর আমি দেশে ফিরবই। আমাকে মার্ডার কেসের আসামি করেছে। আমি বলেছি আমি যাব। কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। তখনো প্রবাসীরা আমার পাশে থেকেছে। আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের একটি বিরাট অবদান রয়েছে।

তিনি বলেন, আপনারা চিন্তা করতে পারেন আমি ৭০ বছরের একজন বৃদ্ধা। কিন্তু এটা ভুললে চলবে না ১০ ঘণ্টা প্লেনে জার্নি করে এসেছি। একটুও বিশ্রাম নেওয়ার সময় পাইনি। নামাজ পড়ে চলে এসেছি আপনাদের মাঝে। তারপরও আমি বলবো আপনাদের সামনে যখন এসেছি আমি সব ক্লান্তি ভুলে গেছি।

শেখ হাসিনা আরও বলেন, আপনাদের মাঝে যখন আসি আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় ইউরোপের দেশগুলোতে একটু বেশিই আশা হচ্ছে। আর আল্লার রহমতে আমাদের নেতাকর্মীরা সবাই আসে।
৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে