সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১০:৫৬:০১

দুই ছাগলের ময়নাতদন্ত

দুই ছাগলের ময়নাতদন্ত

নিউজ ডেস্ক : অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে দু’টি ছাগল হত্যা করা হয়েছে। পুলিশ মৃত ছাগল দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরে পাঠিয়েছে। রোববার দুপুরে যশোরের সদর উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাগলের মালিক একই গ্রামের মোহর আলী প্রতিবেশী আক্কাছ আলীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগও করেছেন। মোহর আলীর স্ত্রী রুমা বেগম জানান, গত শুক্রবার দুপুরে তার জা (স্বামীর ভাবি) কুলছুম বেগমের ছাগল আটক করেন প্রতিবেশী আক্কাছ আলী। ওই ছাগল ছেড়ে দেয়ার বিষয়ে কথা বললে আক্কাছ আলীর সঙ্গে রুমা বেগমের ঝগড়া হয়। রোববার দুপুর ১টার দিকে রুমা বেগমদের দুটি ছাগল আক্কাছ আলীর ঘেরের পাড়ে গেলে তারা আটক করে। পরে হরিনার বিলে নিয়ে কাঁদামাটির মধ্যে ছাগল দুটির নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়। লোকমুখে খবর পেয়ে রুমা বেগম এবং তার স্বামী মোহর আলী ওই বিল থেকে মৃত অবস্থায় ছাগল দুটি দেখতে পান। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে মৃত ছাগল দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরে পাঠানো হয়েছে। আক্কাছ আলীকে আটকের চেষ্টা করা হচ্ছে। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে