বৃহস্পতিবার, ০১ জুন, ২০১৭, ০৪:৫৪:০৫

হঠাৎ বিএফডিসিতে খালেদা জিয়া

হঠাৎ বিএফডিসিতে খালেদা জিয়া

বিনোদন ডেস্ক : দেশের চলচ্চিত্রের মানুষদের সঙ্গে সময় কাটাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গিয়েছিলেন।

‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবার’ নামের একটি সংগঠনের উদ্যোগে বুধবার সন্ধ্যার একটু আগে আগে বিএফডিসিতে এসেছিলেন খালেদা জিয়া।

এ সময় তিনি চলচ্চিত্র অঙ্গনের আর্থিকভাবে অসচ্ছ্বল মানুষজনদের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও তেল বিতরণ করেন। জানা গেছে, শুধু এফডিসি নয়, আরো অন্তত ৪০টি স্থানে এ ধরণের কার্যক্রমে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

এফডিসিতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা উজ্জল’সহ অনেকে। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবার’ সংগঠনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে এই আয়োজন করা হয়।
১ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে