ঢাকা : কিশোরী মেয়ে হত্যাকারী অমিয় ঘোষের বিচার আবারো চাইলেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। ফেলানীর হত্যার বিচারের জন্য তিনি বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি বলেন, পাখির মতো গুলি করে আমার বুকের ফেলানীকে কেড়ে নিয়েছে বিএসএফ। আমার কেমন লেগেছে তা আমি বোঝাতে পারব না। আমি বাঁচব কি না তা নিয়ে চিন্তায় ছিলাম। আমি অমিয় ঘোষের ফাঁসি চাই।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর বাবা কৃষক নুরুল ইসলাম।
‘ফেলানী হত্যার বিচার, সীমান্ত হত্যা বন্ধ ও সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধের দাবি’তে মানববন্ধনের আয়োজন করে নাগরিক পরিষদ।
নুরুল ইসলাম বলেন, সরকারের কাছে আমার মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার মেয়েকে যে গুলি করে মেরেছে তার ফাঁসি চাই। আমি আশা করি, ভারত সরকার এর বিচার করবে। বাবার কোল থেকে সন্তান কেড়ে নিলে কেমন লাগে তা আমিই বুঝি
যেখানে ফেলানীকে হত্যা করে ফেলে দেয়া হয়েছিল সেই সীমান্ত এলাকার নামকরণ ফেলানীর নামে করার দাবি জানায় নাগরিক পরিষদ।
সংগঠনের আহ্বায়ক শামসুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা শামসুল আলম, গার্মেন্ট শ্রমিক নেতা বাহরাইনে সুলতান বাহার ও লাভলী ইয়াসমিন প্রমুখ।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম