নিউজ ডেস্ক: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে উন্নয়নমুখী ও জনকল্যাণকর বাজেট বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ভিশন ২০২১ কে সামনে রেখে আমরা উন্নয়নমুখী ও জনকল্যাণকর বাজেট দিয়েছি। অনেকে মন্তব্য করতে পারে এ বাজেট নির্বাচনমুখী। কিন্তু শেখ হাসিনার ভিশন নির্বাচনমুখী নয়। শেখ হাসিনার ভিশন হচ্ছে পরবর্তী প্রজন্মকে তৈরি করার ভিশন।
কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের আগে কক্সবাজার বিমানবন্দরে বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বাজেট আগামী নির্বাচনের বাজেট নয়, এ বাজেট আগামী প্রজন্ম নির্মাণের বাজেট। এ বাজেট ব্যবসাবান্ধব, গরীববান্ধব, কৃষিবান্ধব। এটা উন্নয়নমুখী জনকল্যাণকর বাজেট।
এসময় প্রতিনিধি দলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিতি ছিলেন।
প্রতিনিধিদলটি শুক্র ও শনিবার কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালীর মাতার বাড়ী, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, টেনাফ ও পার্বত্য চট্টগ্রমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরন করবেন।
এমটিনিউজ২৪/এম.জে