নিউজ ডেস্ক: বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পদ্মাসেতু প্রকল্পের জন্য ৫ হাজার ৫২৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
চলতি অর্থবছরের (২০১৬-১৭) সংশোধিত এডিপিতে এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৭৪ কোটি ১০ লাখ টাকা। চলতি অর্থবছরের চেয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৮৫০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ বাড়ছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মাসেতুসহ উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছর পদ্মাসেতু প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচলের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্য পূরণ করতে বরাদ্দ দেওয়া হয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে