শনিবার, ০৩ জুন, ২০১৭, ১০:১১:০৪

বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ১৩, আহত ৩৮

বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ১৩, আহত ৩৮

নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে বৃহস্পতিবার ও শুক্রবার ১৩ জন নিহত ও ৩৮ জনেরও বেশি আহত হয়েছে।
 
আমতলী (বরগুনা): বজ্রপাতে উপজেলার পশ্চিম চিলা গ্রামের নশা আকন (৫৫) ও চালিতাবুনিয়া গ্রামের রাসেল গাজী (২৪) নামে দুই জন নিহত হয়েছে। রাতে বৃষ্টির সময় বিলে মাছ ধরতে গিয়ে তারা আর ফিরে আসেনি। গতকাল শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
আগৈলঝাড়া (বরিশাল): বজ্রপাতের বিকট শব্দে স্ট্রোক করে এক রত্নগর্ভা মা  চিকিত্সারত অবস্থায় শুক্রবার সকালে মারা গেছেন। তিনি গৈলা গ্রামের মৃত কিরণ বড়ালের স্ত্রী সাবিত্রী বড়াল (৬৮)। তার নিজের ছেলে ডা. শ্যামল বড়াল বাড়িতেই মায়ের চিকিত্সা করছিলেন। অন্যদিকে গতকাল নাঘার গ্রামের অর্জুন হালদারের স্ত্রী সুলতা হালদার বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে ফোরকান মৃধা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রাতে দাসপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামে এ ঘটনা ঘটেছে।
 
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার নারায়ণপুরের ঘোনপাড়া বত্রিশরশিয়া গ্রামে গত বৃহস্পতিবার বজ্রপাতে মো. রফিক (৫৫) নামে এক ব্যক্তি মারা যান। এ সময় চারটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়।
 
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): শিবগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এসময় চারটি ছাগল ও একটি গরু মারা যায়। গত রাতে ধানের জমিতে কাজ করার সময় পাকা ইউনিয়নে মুখলেশুর রহমানের ছেলে এবছর এসএসসি পাস করা শাহীন আলি (১৭) ও নারায়ণপুরের রফিকুল ইসলাম কাটু (৪০) নিজ বাড়িতে অবস্থান কালে বজ্রপাতে নিহত হয়। এসময় তার ৪টি ছাগল মারা যায় এবং বাড়ির সৌর বিদ্যুত্সহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়ে যায়।
 
কেশবপুর (যশোর): গতকাল বজ্রপাতে উপজেলার আওয়ালগাতি গ্রামে গাছ থেকে আম পাড়ার সময় ওজিয়ার রহমান (৩৭) নিহত হন। এ সময় তার ছেলে মিন্ট ু(১২) আগুনে ঝলসে আহত হয়।
 
গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন হাসনাত (২০) বজ পাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের মেইন গেটে এ ঘটনা ঘটে। হারুন ফরিদপুর উপজেলার ত্রিবর্দি গ্রামের খলিল মাতুব্বরের ছেলে। তিনি আইন বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।
 
কমলনগর (লক্ষ্মীপুর): উপজেলায় বজ্রপাতে মো. নুর মোহাম্মদ (৪০) ও মহিন উদ্দিন (২৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, বিকালে তারা ঘর নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তারা মারা যান।
 
পাটগ্রাম (লালমনিরহাট): উপজেলায় বৃহস্পতির বজ্রপাতে অনন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত চার জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য প্রেরণ করা হয়েছে। পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
 
নওগাঁ: নওগাঁয় সাপাহারে গতকাল বজ পাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুচিন্দা গ্রামের শহিদুল ইসলাম (৫০) ও রসি চৌধুরী (৩২)। এছাড়া উপজেলার উচাডাঙ্গা গ্রামে বজ পাতে দম্পতি আব্দুর রহিম ও ছবি পারভীনসহ চারজন আহত হয়েছেন।
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে