নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টে ভাস্কর্য সরানো ইস্যুতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে স্লোগান দেওয়ায় সংগঠনটির মুখপাত্র ইমরান এইচ সরকারের জন্য ৫০০ পচা ডিম অর্ডার দিয়েছে ছাত্রলীগ।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ফেসবুকে পেজে এই তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছেন।
মোতাহার হোসেন প্রিন্স লিখেছেন, “মারধোর করে হিটখোর ইমরান-সনাতন’রে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ! ওদের জন্য ৫০০ পচা ডিমের অর্ডার দেয়া হয়েছে। ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখা মাত্র পচা ডিম ছোড়া হবে! ”
উল্লেখ্য, গত শুক্রবার সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে স্লোগান দিলে ছাত্রলীগে ইমরান সরকারকে নিয়ে ক্ষোভ শুরু হয়।
৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস