নিউজ ডেস্ক : আপন জুয়েলার্সের আটক সেই সাড়ে ১৩মণ সোনা বাজেয়াপ্ত করতে যাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আগামীকাল সকালে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এসব সোনা বাংলাদেশ ব্যাংকে পৌঁছে দেওয়া হবে।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান শনিবার জানিয়েছেন, আপন জুয়েলার্সের মালিকরা আটককৃত সোনার বৈধতার পক্ষে কোনো কাগজ দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে সেগুলো জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বহুল আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর সম্ভ্রমহানীর ঘটনার পর শুল্ক গোয়েন্দা অধিদপ্তর রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে বৈধ-কাগজপত্র না থাকায় সাড়ে ১৩মণ সোনা আটক করে।
ওই ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বড় ছেলে সাফাত অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আটক করা সোনার বৈধ কাগজপত্র দেখানোর জন্য আপন জুয়েলার্সের মালিকদের সময় দিলেও তারা তা দেখাতে ব্যর্থ হয়েছেন।
৪ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি