রবিবার, ০৪ জুন, ২০১৭, ১২:৪৪:৫৫

বনানীতে দুই ছাত্রী সম্ভ্রমহানীর ঘটনায় গুরুত্বপূর্ণ যে তথ্য মিলেছে

বনানীতে দুই ছাত্রী সম্ভ্রমহানীর ঘটনায় গুরুত্বপূর্ণ যে তথ্য মিলেছে

নিউজ ডেস্ক : বহুল আলোচিত বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে সম্ভ্রমহানীর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক পরীক্ষায় কোনো আলামত না পাওয়া গেলেও সিআইডির ফরেনসিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস ফরেনসিক) রুমানা আক্তার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দুই শিক্ষার্থী সম্ভ্রমহানীর ঘটনায় সিআইডির ফরেনসিক প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। ফরেনসিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’

তিনি জানান, আদালতের নির্দেশে মামলায় জব্দ করা বিভিন্ন আলামতের পরীক্ষা করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে। সম্ভ্রমহানীর শিকার একজন শিক্ষার্থীর ব্যবহৃত পোষাক ও সম্ভ্রমহানীতে জড়িত মামলার দুই নম্বর আসামি নাঈম আশরাফ ওরফে হালিমের নমুনা ডিএনএ পরীক্ষার ম্যাচিং রিপোর্টও পাওয়া গেছে।

তিনি আরও জানান, আসামিদের কাছ  থেকে জব্দ করা ৬টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনও হাতে পেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া দ্য রেইনট্রি  হোটেল থেকে জব্দ করা সিসিটিভি সার্ভার মেশিন ও হোটেলে অবস্থানের নথিপত্রও তারা পরীক্ষা করেছেন।

তদন্তসংশ্লিষ্টরা জানান, অভিযোগ প্রমাণে পুলিশের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। তদন্ত শেষ পর্যায়ে। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১৯ জুনের মধ্যে চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিয়েছে তদন্তসংশ্লিষ্ট ভিকটিম সাপোর্ট সেন্টার।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্দেশে গঠিত চার সদস্যের তদন্ত সহায়ক কমিটির প্রধান ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘তদন্তে ইতোমধ্যে যেসব তথ্য পাওয়া গেছে তাতে প্রমাণিত হয় সম্ভ্রমহানীর ঘটনা ঘটেছে। তাই অভিযোগ প্রমাণে আমাদের কোনো অসুবিধাই হবে না।’

৪ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে