রবিবার, ০৪ জুন, ২০১৭, ০৮:০৭:৫৪

বাজেটে সমস্যা থাকলে সমাধান হবে: প্রধানমন্ত্রী

বাজেটে সমস্যা থাকলে সমাধান হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সব থেকে বড় বাজেট চার লক্ষ ২৬৬ কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। এত বড় বাজেট আর কখনও কেউ দেয়নি।

রোববার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “বাজেট পেশ করা হয়েছে পার্লামেন্টে আলোচনা হবে। হয়ত কারও কিছু সমস্যা থাকতে পারে। নিশ্চয় তা আমরা দেখব, সমাধান করব।”

গত বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিসভায় অনুমোদিত এই বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে; নতুন অর্থবছর শুরুর আগে আগামী ২৯ জুন তা পাস হবে।

ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক বাড়ানোসহ প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় নিয়ে সমালোচনা উঠেছে।

৪ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে