মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০৪:৩২:০১

পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আলীর দুঃখপ্রকাশ

পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আলীর দুঃখপ্রকাশ

নিউজ ডেস্ক : প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার সিদ্ধান্ত নেয়ায় দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন তিনি।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতের জন্য পরিবেশবান্ধব ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের মতো অগ্রণী অংশীদারকে হারানো দুর্ভাগ্যজনক।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মারাত্মক ঝুঁকি মোকাবিলার জন্য সব বন্ধু ও অংশীদারদের নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তহবিল সংগ্রহে বাংলাদেশের প্রয়াস অব্যাহত থাকবে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে