নিউজ ডেস্ক : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। তার জীবন সংকটপর্ণ হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বর্তমানে ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল্লামা শফির আরোগ্য কামনায় দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাধ্যর্কজনিত রোগে ভোগছিলেন। কয়েকদিন আগে শরীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাত থেকে তার শরীরের অবস্থা চরম অবনতি হয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আজগর আলী হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
হেফাজতে ইসলাম আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ বলেন, হেফাজতে ইসলাম আমিরের আরোগ্য কামনা করে দেশের মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সাথে তার দ্রুত আরোগ্য কামনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস