মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ১০:১০:৩৬

২০১৮ সাল হবে জনগণের বছর : খালেদা জিয়া

২০১৮ সাল হবে জনগণের বছর : খালেদা জিয়া

নিউজ ডেস্ক : ২০১৮ সাল হবে জনগণের বছর, এই বছরে জুলুম, অত্যাচার ও অত্যাচারীর বিদায় হবে, বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৬ জুন) বিকালে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

ইফতার মাহফিলে বিএনপি প্রধান বলেন, ‘যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, ঠিক তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। এই আওয়ামী লীগ মানুষকে ভাওতা দেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলে কিন্তু কাজে কখনও পরিণত করে না। এই আওয়ামী লীগই মানুষকে আশা দিয়েছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে কিন্তু আজ ১ কেজি চালের দাম ৫০ টাকা। গরিব মানুষের অবস্থা খারাপ। মাছ-মাংসের দামের কথা বাদই দিলাম, কোনও সবজিই ৪০-৫০ টাকার নিচে পাওয়া যায় না। তার ওপর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি করেই যাচ্ছে।’

খালেদা জিয়া বলেন, ‘সরকার বিদ্যুতের দাম, পানির দাম বাড়িয়েছে, প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে। এখন কি উন্নয়ন করছে তারা? এতো বিদ্যুৎ দিবে বাংলাদেশ নাকি ঝলমল করবে। কিন্তু এখন ঢাকা শহরেই লোডশেডিং বেড়ে গেছে। সারাদেশ অন্ধকারে। এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের নমুনা।’

২০১৬ সাল ছিলো আওয়ামী লীগের ব্যাংক চুরির বছর উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংকের টাকা চুরি করতে করতে তারা বাংলাদেশ ব্যাংকের টাকাও চুরি করে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় তদন্ত কি হয়েছে কেউ জানে না। সেই তদন্ত রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে রাখা ছিলো, সেখানেও আগুন লাগলো।’

খালেদা জিয়ার বলেন, ‘এই বারের বাজেটে সরকার মানুষের পকেটেও হাত দিয়েছে। এর ফলে ব্যাংকে টাকা রাখতে কেউ সাহস করবে না। এক লাখ টাকা রাখলে বছরে ৮০০ টাকা কেটে নেবে, তাহলে থাকবে কি? তারপরও অর্থমন্ত্রী বলেন, যার ১ লাখ টাকা থাকবে সে বড়লোক। তাহলে আপনাদের হাজার হাজার কোটি টাকার কি হবে?’

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে