মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ১১:০০:৫৯

নতুন বাজেটে যেসব সেবা ও পণ্যে ভ্যাট নাই

নতুন বাজেটে যেসব সেবা ও পণ্যে ভ্যাট নাই

নিউজ ডেস্ক : আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন ভ্যাট আইন অনুযায়ী যেসব পণ্যে ভ্যাট থাকবে না সেসব পণ্য হচ্ছে- জীবন রক্ষাকারী ওষুধ এবং চিকিৎসা উপকরণের মধ্যে আছে ক্যানসার নিরোধক ওষুধ, ম্যালেরিয়া, কুষ্ঠরোগ নিরোধক ওষুধ, অ্যান্টিবায়োটিক, প্রোভিটামিনস ও ভিটামিন। ইনসুলিন এবং এর লবণ।

সব পর্যায়ের জন্ম নিরোধক, ভ্যাকসিন, লিভার সিরোসিস বা হেপাটাইটিস সি নিরাময়কারী, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি ও ভেষজ ওষুধ সামগ্রী, কিডনি ডায়ালাইসিস সলিউশন, ছেরা টক্সিন ও কার্ডিও ভাসকুলার ওষুধ, অ্যান্টিহেপাটিক এনসেফালোপ্যাথি বায়োকেমিক ও সাইকোট্রপিক ওষুধ। ফাস্ট এইড বক্স এবং কিটস।

কনডম, হুইল চেয়ার,আর্টিফিসিয়াল কিডনি, ইনসুলিন পেন, অক্সিজেন থেরাপি, হেয়ারিং এইড ও হার্ট ভাল্ব। হাসপাতাল শয্যা ও অ্যাম্বুলেন্স সার্ভিস। ট্যাক্সি, বাস, মিনিবাস, লঞ্চ, স্টিমার বা ফেরির মাধ্যমে প্রদত্ত পরিবহন সেবা। এয়ারলাইন্স। খাদ্য শস্য পরিবহনকারী পরিবহন সেবা। প্যাকেট করা তরল দুধ, পনির ও মাঠা। খোলকসহ তাজা, সংরক্ষিত বা রান্না করা পাখির ডিম। প্রাকৃতিক মধু। তাজা বা ঠাণ্ডা আলু। তাজা বা ঠাণ্ডা টমোটো। পেঁয়াজ, রোশন, লিকস এবং অন্যান্য তাজা ও হিমায়িত শাকসবজি।

বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, কোলাভি, কেইল এবং এ জাতীয় ভোজ্য ব্র্যাসিকাস, লেটুস, চিকোরি। শালগম, গাজর, সালাদ বিটমূল, স্যালসিফাই, সেলেরিয়াক, মুলা এবং এ জাতীয় ভোজ্য মূল। শসা এবং ক্ষীরা। আপেল, নাশপাতি এবং কোইন্স। এপ্রিকট, চেরি, পিচ, প্লাম এবং পোস। মিষ্টি আলু এবং সমজাতীয় মূল ও সাগু। নারিকেল, ব্রাজিল বাদাম এবং কাজু বাদাম। অন্যান্য বাদাম ও সুপারি। সব ধরনের কলা। খেজুর, ডুমুর, আনারস, অ্যাভোক্যাডোস, পেয়ারা, আম এবং গাব। লেবুজাত ফল। আঙুর, তরমুজ জাতীয় ফল।

কৃষিজ পণ্যের মধ্যে জীবন্ত পশু, ঘোড়া, গাধা, খচ্চর, ঘোটক, ভেড়া এবং ছাগল, পাতিহাঁস, হংসী, টার্কি এবং গিনি। গবাদিপশুর মাংস তাজা অথবা ঠাণ্ডা। আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ছাড়া হিমায়িত গবাদিপশুর মাংস। ঠাণ্ডা বা হিমায়িত ভেড়া অথবা ছাগলের মাংস। লবণাক্ত, ধূমায়িত অথবা ভোজ্য মাংস ও নাড়িভুঁড়ি। ঠাণ্ডা বা হিমায়িত জীবন্ত মাছ। তাজা, ঠাণ্ডা বা হিমায়িত কাঁটা ছাড়ানো মাছ ও মাছের অন্যান্য অংশ।

মসলার মধ্যে আদা, জাফনার, হলুদ, থাইম, তেজপাতা, কারি, গোলমরিচ, ভ্যানিলা, দারুচিনি এবং দারুচিনি গাছের ফুল। লবঙ্গ, ঝয়ফল, জৈত্রিক, এলাচ। মৌরি অথবা ব্যাডিয়ন, ফেলেন, ধনিয়া, জিরা, জুনপার এবং অন্যান্য মসলা। গম এবং মেসলিন। রাই, বার্লি, জই ও ভুট্টা। ধান, সব ধরনের চাল। সোরঘাম শস্য। বাজরা, ভুট্টা, ক্যানারাই বীজ এবং অন্যান্য খাদ্যশস্য। গমের ময়দা বা আটা।

চাল, গম ও ভুট্টার তৈরি সুজি। চিনি ও আখের গুড়। মুড়ি ও চিড়া। চিনি উৎপাদন থেকে আখের ছোবরা। চোলাই বা পাতন থেকে পাওয়া তলানি বর্জ্য ও সয়াবিন। চীনা বাদাম, তিসি, সর্ষ, কোলজা বীজ। সূর্যমুখী ফুলের বীজ। অন্যান্য তৈলবীজ এবং তৈলযুক্ত পল। লেকোস্ট শিম, সামুদ্রিক আগাছা এবং অন্যান্য সামুদ্রিক শৈবাল, সুগার বিট এবং ইক্ষু। চালের কুঁড়ার তেল।

উদ্যানজাত, প্রাণিজাত বা মৎস্যজাত পণ্যের মধ্যে রয়েছে লাক্ষা, প্রাকৃতিক গাম, রজন, গাম রজন এবং সুগন্ধি বৃক্ষ নির্যাস। শাকসবজির রস এবং নির্যাস। জ্বালানি কাঠ, বিলেট, ডাব, ফ্যাট, কাঠের গুঁড়ি। সব ধরনের চেরাই কাঠ। রেশম সুতা, পশুর লোম ও উল। তুলা ও কাঁচা পাট। পাটজাত পণ্য, আলুবীজ, গমবীজ, সব ধরনের ধানবীজ। পাম নাট বা কর্ণের খৈল। কন্দ, কন্দযুক্ত মূল, করসম, ক্রাউনস এবং বৃক্ষের স্থূল আনুভূমিকা কাণ্ড, মাশরুম, মাশরুমের চারা। ফুলের তোড়া, ফুলের কলি। জিপসাম ড্রাই হাইড্রেট। প্রাকৃতিক ছিপি। রেশম গুঁটি পাকানোর উপযোগী।

ফাউন্ড্রি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যবহৃত জালের কাঠি। ফাউন্ড্রি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যবহৃত কোদাল, বেলচা। সেচ পাম্পের যন্ত্রাংশ। ফাউন্ড্রি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত সেচ পাম্প ও তার যন্ত্রাংশ। কৃষিকাজে ব্যবহৃত সব স্পেয়ার। ডেইরি মেশিনারি। কৃষিজমিতে পোকামাকড় দমন ও বালাইনাশক কার্যক্রম সংক্রান্ত প্রদত্ত সরবরাহ কার্যক্রম। কৃষিপণ্য সংরক্ষণ ও গুদামজাতকরণ সেবা সরবরাহ। গবাদিপশুর চিকিৎসা সংক্রান্ত সেবা। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক। কৃষিকাজে ব্যবহৃত ইনসেকটিসাইড, ফাংগিসাইডস, হারবিসাইডস, কৃষিকাজে ব্যবহৃত ইঁদুর মারা বিষ।

বহুল আলোচিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন-২০১২ আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। নতুন আইনে পণ্য ও সেবা বিক্রির ওপর অভিন্ন ১৫ শতাংশ হারে একক ভ্যাট অব্যাহত থাকছে। তবে বিপুলসংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউন

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে