নিউজ ডেস্ক: জাতিসংঘের কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন। সোমবার জাতিসংঘের দুই উর্ধ্বতন কর্মকর্তার সাথে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাক্ষাৎ করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সোমবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়েরে ল্যাঁক্রুয়া ও জাতিসংঘের পুলিশ অ্যাডভাইজার স্টিফেন ফেলারের সাথে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পৃথকভাবে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়েরে ল্যাঁক্রুয়া বলেন, 'পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতা অত্যন্ত উঁচুমানের। বিশেষ করে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারায় বাংলাদেশের পুলিশসহ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্য-কর্মকর্তারাও বিশেষ পারদর্শিতা প্রদর্শনে সক্ষম হচ্ছেন। '
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেন, 'বাংলাদেশ পুলিশ একাডেমিতে ফ্রেঞ্চ ভাষা শেখানোর কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলযোগপূর্ণ অঞ্চলে দক্ষতার সাথে কাজের মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কর্মরত জাতিসংঘের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। '
পুলিশের মহাপরিদর্শক জাতিসংঘকে আরও অবহিত করেন, 'শান্তিরক্ষা মিশনের স্বার্থে ঢাকায় যদি কোনো কর্মশালা ও সেমিনারের প্রয়োজন হয়, তাহলেও বাংলাদেশ পুলিশ বাহিনী যাবতীয় সহায়তা দিয়ে যাবে।
এমটিনিউজ২৪/এম.জে