বুধবার, ০৭ জুন, ২০১৭, ০৩:৩৬:৩৭

হেফাজত আমির আল্লামা শফীকে দেখতে হাসপাতালে এরশাদ

হেফাজত আমির আল্লামা শফীকে দেখতে হাসপাতালে এরশাদ

নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার খোঁজ খরর নিতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার দুপুরে পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রবেশ করেন এরশাদ তার সঙ্গে ছিলেন দলের সংসদ সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

আট সদস্যের মেডিকেল টিম মেডিকেল টিম বুধবার সকাল ১০টায় মেডিকেল রিপোর্ট ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে দীর্ঘ বৈঠকের পর হেফাজত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন।

তারা বলেছেন, ইনশাআল্লাহ! হেফাজত আমির শারীরিকভাবে দ্রুত স্বাভাবিক অবস্থায় দিকে যাচ্ছেন।  তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আমরা জোর আশাবাদী।  বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার কোনো রোগ নেই বলেও দাবি করেছেন এ ৮ সদস্যের মেডিকেল টিম।
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে