মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০২:২২:৩১

'বর্তমানে ভোট কেনা হয় ফ্লেক্সিলোড আর বিকাশে'

'বর্তমানে ভোট কেনা হয় ফ্লেক্সিলোড আর বিকাশে'

নিউজ ডেস্ক : বর্তমানে ভোট কেনা হয় ফ্লেক্সিলোড আর বিকাশের মাধ্যমে বলে জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডাব্লিউজি) আয়োজিত নির্বাচন সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন। ২০১৩ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট চলাকালীন আমাদের কাছে অভিযোগ আসলো যে, ফ্লেক্সিলোডের মাধ্যমে ভোট কেনা-কাটা হচ্ছে। নিজেরা আলোচনা করে ওই এলাকার (রাজশাহী শহরের) ফ্লেক্সিলোড বন্ধ রাখা যায় কিনা সেই চিন্তা করেছিলাম। এখন তো আরও সহজে লেনদেন সম্ভব। কারণ বিকাশ একাউন্টের মাধ্যমে ব্যক্তিগত লেনদেন করা যায়। একই সময়ে হওয়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এলাক থেকে আসা অভিযোগের ভিত্তিতে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, আমরা যখন রাজশাহীর অভিযোগ নিয়ে আলোচনা করছিলাম ঠিক ওই সময়ে বরিশাল থেকে অভিযোগ আসলো কোন কোন প্রার্থী অনেক ভোটারের দোকানের বাকি পরিশোধ করে দিচ্ছেন। তিনি বলেন, অনেক প্রার্থী নেতৃস্থানীয় ভোটারদের (যারা অন্য ভোটারদের ওপর প্রভাব রাখেন) ব্যংকের ঋণও পরিশোধ করে দিচ্ছেন। তখন দেখা গেল, তাৎক্ষণিকভাবে এগুলোর প্রমাণ পাওয়া যেমন সমস্যা তেমনি এই বিষয়ে হস্তক্ষেপ করা আরও কঠিন। গোলটেবিল বৈঠকে ‘দ্য স্টেটস অব ইলেকশন ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডাব্লিওজি- এর পরিচালক ড. আবদুল আলিম। এতে ২০১৩ সালের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৪ সালের জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন, ২০১৫ সালের ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের অবস্থা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যরিস্টার মনজুর হাসান, ইডাব্লিওজি-এর স্টিয়ারিং কমিটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হাসান এম মজুমদার প্রমুখ। বক্তারা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, নির্বিঘ্নে ভোট প্রদান এবং ভোট পরবর্তী সময়ে সহিংসতা রোধে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন। তবে, নির্বাচন কমিশনকেও দায়িত্ব নিয়ে নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে হবে বলে উল্লেখ করেন একাধিক বক্তা। -কালেরকণ্ঠ ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে