নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে রাজউক-এর নিয়ন্ত্রণে নেওয়া তার ‘বাড়ি’র সামনে গেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত আটটার দিকে তিনি গুলশানের ১৫৯ নম্বর বাড়িটির সামনে যান বলে জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। এসময় খালেদা জিয়া সাথে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে মঙ্গলবার মওদুদ আহমেদ বাড়িটির অবৈধ দখলদার বলে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।
গুলশানের বাড়িতে রাজউকের উচ্ছেদ অভিযান চালানোকে অবৈধ দাবি করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, বিনা নোটিশে এই অভিযান চালানো যায় না। উচ্চ আদালত তার বাড়িটির দখল অবৈধ ঘোষণা করলেও তিনি বলেছেন, সরকার তার বাড়িটি নিয়ে গেছে।
বাড়ি তো নেই এখন কোথায় থাকবেন এমন প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, মালামাল যখন ট্রাকে তোলা হচ্ছিল, তখনও গন্তব্য জানা যায়নি। কিন্তু কোথায় যাবেন মওদুদ। এ বিষয়ে কোনো জবাব নেই তার। পরে কিছুটা অভিমানী সুরে বলেন, কী আর করবো? রাতে ফুটপাতে শুয়ে থাকবো।
এই বাড়িটি রাজউক নিজের নিয়ন্ত্রণে নিয়ে এরই মধ্যে পানি, বিদ্যুৎ ও গ্যাসের লাইন কেটে দেয়া হয়েছে। আর মালামাল সব বাইরে নিয়ে এসে ট্রাকে তোলা হয় বিকালের আগেই। এ সময় মওদুদ বাধা দেয়ার চেষ্টা করলেও তাকে অগ্রাহ্য করে পুলিশ।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস