বুধবার, ০৭ জুন, ২০১৭, ১০:০২:১১

সামনে আর সেই দিন আসবে না ফখরুল সাহেব : ওবায়দুল কাদের

সামনে আর সেই দিন আসবে না ফখরুল সাহেব : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের ছয় দফা দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

ওবায়দুল কাদের বলেন, সেই দিন আর ফিরে আসবে না। খালেদা জিয়া ২০০৮ সালে বলেছিলেন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আজকে বিএনপি মহাসচিব ঐ বক্তব্যের পূনরাবৃত্তি করছেন। তারা পুরনো সুরে ডাকছে। পেছনের ডাক পেছনে, সামনে আর সেই দিন আসবে না মির্জা ফখরুল সাহেব।

নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সামনের নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে কিনা জানি না, তবে তাদের পরাজয় নিশ্চিত। আমাদের হ্যাটট্রিক বিজয় ও বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।

এর আগে, ২০০১ সালের জাতীয় নির্বাচনে ভরাডুবি হয়েছিল আওয়ামী লীগের। তবে এবার তার পুনরাবৃত্তি হবে না জানিয়ে কাদের বলেন, বিএনপি মনে করছে ২০০১ সালে যা হয়েছে আবার ২০১৮ সালে তা হবে। বিএনপি যদি এই মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তখন বিএনপি সাইকেল ফেডারেশন, দাবা ফেডারেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এখন আর সেটা সম্ভব না

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে