নিউজ ডেস্ক : বিএনপির আমলে সম্পূর্ণ গুন্ডামি করে খালেদ মোশাররফের পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তার মেয়ে মাহজাবিন খালেদ। বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ি উচ্ছেদের প্রসঙ্গ টেনে মাহজাবিন বলেন, ‘খালেদা জিয়া ওই বাড়ির সামনে গিয়ে নাটক করে এসেছেন। এ নাটক জনগণ বোঝে। বিএনপির নেত্রীর দাবি, সরকার দমনপীড়ন শুরু করেছে। দমনপীড়ন আওয়ামী লীগের সরকার করে না। দমনপীড়নের রাজনীতি করেছেন খালেদা জিয়া নিজে।’
মাহজাবিন বলেন, ‘আমার বাবা জেনারেল খালেদ মোশাররফ একজন মুক্তিযোদ্ধা ও আর্মি অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধে বীর নায়ক খালেদ মোশাররফের স্ত্রী হিসেবে আমার মাকে সরকার যে বাড়ি প্রদান করে, সেখান থেকে উচ্ছেদের জন্য বেগম জিয়া তার শাসনকালে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন।’
জামালপুরের এই সাংসদ আরও বলেন, ‘আমার মাকে হুমকি দেন। হুমকি দিয়ে ক্ষ্যান্ত হননি। বাড়ি থেকে সম্পূর্ণ অবৈধভাবে আমাদের বের করে দিয়েছেন। আদালতের কোনো আদেশ ছিল না, ছিল না কোনো সরকারি বা আমলাতান্ত্রিক জটিলতা। সম্পূর্ণ গুন্ডামি করে সন্ত্রাসীদের মতন এসে আমাদের বাড়ি দখল করে নেন তারা।’
মাহজাবিন বলেন, এটি কর্মফল। সৃষ্টিকর্তা দুনিয়াতে বিচার দেখান। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়েছে। গতকাল (বুধবার) মওদুদ আহমদকেও তার বাড়ি ছাড়তে হয়েছে। মওদুদ আহমদ একজন আইনজীবী হয়েও মামলায় হেরে তা মানতে পারছেন না।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস