নিউজ ডেস্ক : আদালত কক্ষের পরিবেশ নিয়ে ক্ষুব্ধ হয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালতে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ায় গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে ২০ দলীয় জোটের শরিক দল এনডিপি আয়োজিত ইফতারে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, আজকে সকাল থেকে সারাদিন গরমের মধ্যে আদালতে ছিলাম। এতো গরম, সেখানে আমরা গরমে অস্থির হয়ে গেছি। ওখানে এতো এসি আছে, সেগুলো পর্যন্ত চালায় না। তারপরে রিমোট কোথায় লুকিয়ে রাখে। কত নাটক ওখানেও হতে থাকে। তারপরে অনেক চিল্লাচিল্লি করার পরে শেষের দিকে একটু এসি দিয়েছে। আমি কথা বলতে পারছি না। আমার পক্ষ থেকে মহাসচিব বক্তব্য দেবেন।
এর আগে এনডিপির ইফতারে এসে অসুস্থবোধ করেন খালেদা জিয়া। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ বলেন, আজকে এই রোজার মাসেও আমরা শান্তিতে নেই। আমরা আশা করেছিলাম, এই রোজার মাসে সরকার নিপীড়ন-নির্যাতন থেকে কিছুটা বিরত থাকবে। দেখেছেন, গতকালই আমাদের দলের সিনিয়র সদস্যকে তার বাড়ি থেকে জোর থেকে বের করে দিয়েছে। এটা সারা দেশেই চলছে।
মির্জা আলমগীর বলেন, আজকেও আমাদের নেত্রী খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কোর্টে যেতে হযেছিলো। আবারো ৭দিন পরে তাকে কোর্টে যেতে হকুম দিয়েছে। এ থেকে বুঝা যায় কি ধরণের নির্যাতন তারা করছে। এর একটাই উদ্দেশ্য, বিরোধী দল বিশেষ করে খালেদা জিয়াকে দূরে সরিয়ে রেখে তারা একতরফা নির্বাচন করতে চায় তারা।
বিএনপি মহাসচিব হুশিয়ারী উচ্চারণ করে বলেন, একতরফা নির্বাচন দেশের জনগন হতে দেবে না। সকলে একতরফা নির্বাচনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ইফতারের মূলমঞ্চে এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদসহ ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস