বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭, ১১:১৬:২৬

নতুন বাসায় যেভাবে প্রথম রাত কাটালেন মওদুদ আহমেদ

নতুন বাসায় যেভাবে প্রথম রাত কাটালেন মওদুদ আহমেদ

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ বিএনপি নেত্রীর মতো বিশাল বাড়ি থেকে উচ্ছেদ হয়ে এখন ফ্লাটে উঠেছেন। আইনী লড়াইয়ে হেরে তিনি নতুন বাসায় উঠেন।

বিএনপির রাজনীতির দুঃসময়ের এই ক্রান্তিকালে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ ৩৬ বছর ধরে বসবাস করা  গুলশান-২- রোডের ১ বিঘা ১৩ কাঠার ১৫৯ নম্বর বাড়ি থেকে দীর্ঘ আইনী লড়াইয়ের পর হেরে গিয়ে বুধবার উচ্ছেদ হয়েছেন।

উচ্ছেদকালে সাংবাদিকদের বলেছিলেন, রাতে ফুটপাতেই থাকবেন। তবে সন্ধ্যার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে সান্তনা জানালে তিনি উঠেছেন নতুন ফ্লাটে।

সূত্র জানিয়েছে, গুলশান ২ এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাসার কেনা ফ্লাটে উঠেছেন ব্যরিস্টার মওদুদ। এর আগে মাঝে মাঝে মওদুদ এখানে আসলেও কখনো রাত্রিযাপন করেননি। অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল তাকে। রাত ১০ টার পর তিনি এ ফ্লাটে আসেন এবং সেহেরি খেয়ে ঘুমাতে গিয়েছেন। সেহেরি খাওয়ার আগে নিজের মতো করে নতুন বাসার লাইব্রেরী রুম গোছানোর কাজটি তিনি নিজে তদারকি করেন।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে