রবিবার, ১১ জুন, ২০১৭, ০৯:১৫:৩৮

আওয়ামী লীগের চুরির অভ্যাস কখনোই যাবে না : খালেদা

আওয়ামী লীগের চুরির অভ্যাস কখনোই যাবে না : খালেদা

নিউজ ডেস্ক : আমরা ভিশন ২০৩০ দিয়েছি। আওয়ামী লীগ বলে তাদের ভিশন নাকি বিএনপি চুরি করেছে। তাদের তো কোনো ভিশন নেই। তারা চুরির চিন্তায় থাকে। আমাদের ভিশন আর তাদের ভিশন এক হতে পারে না। আমাদের চিন্তা আর তাদের চিন্তা এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাজধানীর গুলশানে ইমানুয়েল হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই চুরি করে আসছে। তাদের চুরির অভ্যাস কখনোই যাবে না তারা জনগণের রিলিফ চুরি করে, গম চুরি করে, কখনো জনগণের ভোট চুরি করে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে আগামীতে দেশে কোনো নির্বাচন হতে পারে না। হতে দেয়া হবে না। আগামীতে নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়।’

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে। আসলে তারা যুদ্ধ করেনি। যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। তারা নামমাত্র সীমান্ত পাড়ি দিয়ে গেছে। এখন তারাই বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। কথায় কথায় বলে অমুকে রাজাকার, ওকে ধরো, শাস্তি দাও। এই হচ্ছে অবস্থা।’

ইফতারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নুল আবেদীন ফারুক, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে